এম এ আই সজিব ॥ হবিগঞ্জে নকল সোনা কারবারীর মুলহোতা ছায়েব আলী (৩৫) ওরফে ছাবু এবার নিয়ে ৫২ বার পুলিশের খাচায় বন্দি হয়েছে। বুধবার সন্ধ্যায় সদর এএসআই আক্তারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পুরাতন বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করে।
সে নতুন বাসেটেন্ড এলাকার পিছনের (ময়লার চক) গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল।