স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাটে সহকারী সেটেলমেন্ট অফিসার ও আপীল অফিসার এবং এক পেশকারকে মারধর করেছে উপজেলা চেয়ারম্যানের লোকজন বলে অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার মিরাশী ইউনিয়নের আইতন গ্রামের আব্দুল মন্নাফ শফিকুল ইসলাম, আব্দুল শাহিদ, আব্দুল হামিদ, শহিদুল ইসলাম, জালাল উদ্দিন, আসাদুজ্জামান, সাজেদুল ইসলামগং ব্যক্তিরা পারকুল টি এষ্টেট মৌজার সংখ্যালঘু ছবি কুর্ন ত্রিপরাসহ ৬ বোনের দখলীয় সম্পত্তি ৪ একর ৭২ শতকের মধ্যে ৭২ শতক ভূমির জন্য আপীল করেন আপীলকারীরা।
গত মঙ্গলবার সকাল ১১টায় ৪৮৫/১৫ আপীল কেসের আপীল কারীদের পক্ষে বেআইনী ও বিধি বহিভূত ভাবে বিরোধীয় ৭২ শতাংশ ভূমির স্থলে ৪ একর ৭২ শতক ভূমি আপীলকারীগনের নামে হাল রেকর্ড করে দেয়ার জন্য অবাঞ্চিত দাবি করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের।
পরে ওই দিন দুপুরে পৌর শহরের দিদার ম্যানশনস্থ অফিসের সামনে উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরীর নেতৃত্বে আপীলকারীরা একটি প্রাইভেট কার নিয়ে সেটেলেমেন্ট অফিসার মোয়াল্লেম হোসেন ও সহকারী পেশকার অজিত বড়–য়ার গতিরোধ করে উপজেলা চেয়ারম্যানের অফিসে যাওয়ার জন্য বলে।
তাদের সাথে না যাওয়াতে দুর্বৃত্তরা আপীল অফিসার মোঃ মোয়াল্লেম হোসেন ও সহকারী পেশকার অজিত বড়–য়াকে মারধর করে। পরে আহতদের চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন সহকারী সেটেলমেন্ট অফিসার মোয়াল্লেম হোসেন ও সহকারী পেশকার অজিত বড়–য়া।
এ দিকে ঘটনার পর থেকে উপজেলা ভূমি অফিসের পাশে চুনারুঘাটবাসীর ৩১ ধারার দায়িত্বশীলদের অফিস অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ রয়েছে। এ ঘটনার সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত ৩১ ধারার সকল কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকায় উপজেলার বিভিন্ন এলাকার আপীলকারীরা দুর্ভোগে পড়েন।