সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবের তাবুক শহরে এক বাংলাদেশির রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশির নাম কামরুল হাসান (২৮)। তার দেশের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার মুকাম ইউনিয়নে।
গতকাল মঙ্গলবার সকালে ওই যুবকের নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে স্থানীয় হামরা থানার পুলিশ।
কামরুল হাসানের চাচাতো ভাই আজহারুল ইসলাম বলেন, কামরুল আত্মহত্যা করেনি। কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। কামরুল দীর্ঘদিন সৌদি আরবে ছিল। কিছুদিনের মধ্যে দেশে গিয়ে বিয়ে করার কথা ছিল। এ কারণে স্বর্ণালংকার কিনে রেখেছিল, কিছু টাকাও জমিয়েছিল। গচ্ছিত টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটকে জানানো হয়েছে।
নিহত কামরুল হাসানের লাশ তাবুকের কিং খালেদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।