চুনারুঘাট প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম দাখিল করেছেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৪নং পাইকপাড়া ইউনিয়নের সফল ও সুযোগ্য বর্তমান চেয়ারম্যান মোঃ ওয়াহেদ আলী মাস্টার। তিনি গতকাল সোমবার উপজেলা পরিষদ কার্যলয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন পাইকপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ময়না মিয়া তালুকদার, সেক্রেটারী মোতাহের হোসেন তালুকদার, যুবলীগ সভাপতি রমজান আহমেদ ছাত্রলীগ সেক্রেটারী সুহেল মিয়া, সিও মোঃ ওয়াহিদুল ইসলাম সুমন, ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিনসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। তিনি ভোট, সহযোগিতা, দোয়া ও আশির্বাদ কামনা করছেন।