স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় মানোনয়নপত্র দাখিল করেছেন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমান ছুরুক আলী চেয়ারম্যানের সুযোগ্য সন্তান সদ্য বিদায়ী উপজেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য ও দেওরগাছ ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক এবং উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির নির্বাহী সদস্য মহিতুর রহমান রুমন ফরাজী। তিনি গতকাল সোমবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম আকবর হোসেন জিতু ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের নিটক এ মনোনয়ন পত্র জমা দেন। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রুমন ফরাজী সকলের সহযোগিতা, দোয়া ও আশির্বাদ কামনা করেন।