শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে দেউন্দি রোডে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে চালক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে সিলেটের জাফলংগামী ঢাকা মেট্ট (টÑ১১Ñ৯৪২৬) ট্রাকটি বিকেলে সিলেটের উদ্দেশ্য রওনা দেয়। রাত নয়টার দিকে ট্র্রাকটি শায়েস্তাগঞ্জের দেউন্দি নামক স্থানে এসে পৌঁছলে একদল দূর্বৃত্ত ট্র্রাকটি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এসময় ট্র্্রাকে আগুন ধরে যায়। এতে চালক আহত হয়। এ সময় স্থানিয় লোকজন এগিয়ে এসে চালককে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে। আহত চালক আহম্মদ আলী (৩৫) ঢাকার যাত্রাবাড়ি এলাকার কালাই মিয়ার পুত্র।