এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে চোরাই গরুর মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এক শ্রেণীর অসাধু মাংস বিক্রেতারা এসব মাংস বিক্রি করছে। হবিগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামের চোরাই গরুর মুলহোতা জাহাঙ্গীর মিয়ার বাড়ি থেকে গরুসহ বেশকিছু মাংস জব্দ করে। গত সোমবার রাতে সদর থানার এসআই কেএম রাসেল ও কোর্ট স্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ কসাই জাহাঙ্গীর মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি চোরাই গরুসহ বেশকিছু মাংস জব্দ করা হয়। অভিযানকালে ওই গ্রামের কাঁচা মিয়ার পুত্র জাহাঙ্গীর তার সহযোগি আব্দুর রহিমের কুটি মিয়া পালিয়ে যায়।
পুলিশ জানায়, সম্প্রতি তারা জেলার বিভিন্নস্থান থেকে গরু চুরি করে এনে সেগুলো জবাই করে গোপনে মাংস বিক্রি করে আসছে।
সম্প্রতি উচাইল শংকরপাশা গ্রামের জনৈক আব্বাস উদ্দিরেন গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়। এ গরুটি জাহাঙ্গীরের বাড়িতে জবাই করা হয়। বিষয়টি পুলিশের নজরে এলে এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন উল্লেখিতদের ধরতে অভিযান অব্যাহত আছে। মামলা দায়ের হচ্ছে।