চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার মোঃ মোয়াল্লেম হোসেন সহকারী সেটেলমেন্ট অফিসার পেশকার অজিত বড়–য়াকে একদল দুবৃত্ত শারীরিক ভাবে লাঞ্চিত করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ গেইটে ঘটনাটি ঘটেছে।
এঘটনায় চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ প্রকাশ উপজেলার মিরাশী ইউনিয়নের আইতন গ্রামের আব্দুল মন্নাফ শফিকুল ইসলাম. আব্দুল শাহিদ,আব্দুল হামিদ.শহিদুল ইসলাম.জালাল উদ্দিন,আসাদুজ্জামান, সাজেদুল ইসলাম, গং ব্যক্তিরা ৪৮৫/১৫ আপীল কেসের আপীল কারীর পক্ষে বেআইনী ও বিধি বহিভূত ভাবে নিজ পক্ষে বিরোধীয় ৭২ শতাংশ ভুমির স্থলে ৪.৬২ একর ভূমি তার( পীলকারীগনের) নামে হাল রেকড কওে দেয়ার জন্য অবাঞ্চিত দাবি কওে কার্য হয়।
দুপুরে নামাজ পড়তে বেড় হওে আপীলকারীরা একজন একটি প্রাইভেট কার নিয়ে উপজেলা চেয়ারম্যানের কাছে যাওয়ার জন্য বলে। নামাজ শেসে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে স্থানীয় অফিসের পেশকার অজিত বড়–য়াকে সাথে নিয়ে যাওয়ার সময়ে উক্ত আপীলকারী ব্যক্তিরা রাস্তায় অশালীন কথাবার্তা ও কিলঘুষি মেরে শারীরিক ভাবে লাঞ্চিত করে। পরে তারা চুনারুঘাট সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং থানায় অভিযোগ করে ঘটনার সুষ্ট তদন্ত ও দোষীদের শাস্তির দাবী করেন।