শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ পুরানবাজার দাউদনগর সড়কে পল্লীবিদ্যুত অফিসের নিকট মোটর সাইকেলের ধাক্কায় ফাতেমা বেগম (৪০) নামের এক মহিলা আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের নিয়ামত আলীর স্ত্রী।
গতকাল মঙ্গলবার দুপুরে তার শিশুপুত্র কে স্কুল থেকে নিয়ে আসার পথে ওই স্থানে পৌছলে হবিগঞ্জগামী একটি দ্রুতগামী মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে সিটকে পড়ে গিয়ে আহত হন।লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। তবে ফাতেমার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। এদিকে সাইকেলসহ চালক পালিয়ে গেছে।