নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার বিভিন্নস্থানে জুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। শায়েস্তাগঞ্জ নিজগাঁও গ্রামের মাদক সম্রাট আনু মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসলেও এতদিন রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নেয়নি আইন শৃঙ্খলা বাহিনী।
সম্প্রতি বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে মঙ্গলবার পুলিশ অভিযান চালায় আনু মিয়ার বাড়িতে। এ সময় শায়েস্তাগঞ্জের আলোচিত সিরাজ হোটেলের মালিক মৃত সিরাজুল ইসলামের পুত্র ফরহাদসহ ৮ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে জুয়া খেলার টাকা ও সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশফাকুল হক চৌধুরী জুয়াড়িদের মূলহোতা আনু মিয়াকে ১ মাসের কারাদণ্ড এবং অন্যান্য জুয়াড়িদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক, এসআই মুসলেহ উদ্দিনসহ একদল পুলিশ নিজগাঁও গ্রামস্থ আনু মিয়ার বাড়িতে অভিযান চালায়।
অভিযানে নিজগাঁও গ্রামের আবু মিয়ার পুত্র আনু মিয়া, বিরামচর গ্রামের আব্দুর রহিমের পুত্র জিতু মিয়া, লেঞ্জাপাড়া গ্রামের বাসিন্দা ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকার সিরাজ হোটেলের মালিক মৃত সিরাজ মিয়ার পুত্র ফরহাদ, আব্দুর রহিমের পুত্র লুদন মিয়া, সিদ্দিক মিয়ার পুত্র এখলাছ মিয়া, ইয়াকুদ আলীর পুত্র সাগর মিয়া, পশ্চিম বড়চর গ্রামের দুদু মিয়ার পুত্র সোহেল মিয়া ও মহলুল সুনাম গ্রামের মৃত সাদত আলীর পুত্র সাইফুল ইসলামকে আটক করা হয়। এ সময় জুয়ার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করা হয়। বিকালে তাদেরকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হাজিরা হলে উপরোক্ত দণ্ডাদেশ প্রদান করা হয়। মঙ্গলবারই তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।