প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জ সদর উপজেলার ৭ নং নূরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের জামে মসজিদের উন্নয়নের জন্য মসজিদ কমিটির সভাপতি জিলু মিয়ার উদ্যোগে লন্ডন প্রবাসী এবং নূরপুর গ্রামের কৃতি সন্তান এড. মীর গোলাম মোস্তফা ১ লক্ষ্য টাকার অনুদানের চেক প্রদান করেন।
মঙ্গলবার সকালে এড: মীর গোলাম মোস্তফার পক্ষ থেকে তার বড় ভাই মীর আবুল খায়ের মুখলিস তিনি এ অনুদানের টাকার চেক মসজিদ কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
উল্লেখ্য , নবনির্মিত এ মসজিদে আয়োজিত মুসুল্লি সমাবেশে উপস্থিত ছিলেন,বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব মুক্তার হোসেন,মীর আবু তাহের, ছাবু মিয়া,সাংবাদিক এস এইচ টিটু, জাকির মিয়া,মির্চীন আলী,উজ্জল,স্থানীয় মেম্বার ফারুক মিয়া,জিলু মিয়া,সত্তর মিয়া,ইদ্রিস আলী,আব্দুল রাজ্জাক,সুহেল মিয়া,আলেক মিয়া প্রমুখ।