চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং রাণীগাও ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দাখিল করেছেন উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন।
তিনি সোমবার সন্ধায় দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের নিকট এ মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আঃ খালেক, সিরাজ মিয়া, আবদাল চৌধুরী, খেলু মিয়া, ফটিক মিয়া, ইউনিয়ন যুবলীগ সভাপতি নানু মিয়া, সহ-সভাপতি আঃ ছালাম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ফারুক মিয়া, আকতার মিয়া, উপজেলা যুবলীগ নেতা সুমন মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুর আলমগীর, মেজবাহ, পৌর ছাত্রলীগ সাধরাণ সম্পাদক খায়রুল আসলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক এমরান মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু জাহেদ খান লিমন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি ডাঃ জসীম উদ্দিন, ইউনিয়ন তরুণলীগ সভাপতি হেলাল মিয়াসহ বিপুল সংখ্যক স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও তরুণলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।