এম এ আই সজিব ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বসন্ত রোগ দেখা দিয়েছে। এসব রোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ৫ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সিরাজুল ইসলাম (৬০) নামে এক অবসরপ্রাপ্ত স্থাস্থ্যসহকারী মারা গেছেন। তিনি বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মৃত নজিম উল্লাহর পুত্র। তার পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১ সপ্তাহ ধরে ওই রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে আছেন।
সোমাবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার বলছেন এটি একটি ভাইরাস রোগ কেউ বলে পক্স যে কোন লোককে এ রোগে আক্রান্ত হতে পারে। তবে ভয়ের কিছু নেই ঘর থেকে না হওয়াটাই ভাল। তা ছাড়া মশারির ভেতরে থাকা উত্তম। এদিকে গ্রামগঞ্জের মানুষ এ রোগ থেকে বাচার জন্য বিভিন্ন মান্ডপ করছেন।
আবার কেউ কেউ বিভিন্ন মাজারে মন্দিরে ধণ্যা দিচ্ছেন। তবে গ্রামগঞ্জের মানুষই এসব রোগের কারণে ভয় পাচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, আরও ৩ জন হাসপাতালে রয়েছেন।