বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের সমর্থনে স্থানীয় বিশঘর গ্রামে সভা গত রোববার রাতে অনুষ্ঠিত হয়েছে।
প্রবীণ মুরব্বী সমুজ আলী কালার সভাপতিত্বে ও সংগঠক আবু বক্কর সিদ্দিক টিপুর পরিচালনায় বক্তব্য রাখেন রামপাশা ইউপি চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিন, মাস্টার হেকিম উদ্দিন, মাহতাব উদ্দিন, নুরুল ইসলাম, সাবেক মেম্বার আবদুল কুদ্দুছ, শেখ মশাহিদ আলী, আবদুল রহিম কামালী, ফরিদ উদ্দিন, মখলিছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী উস্তার আলী, আজেফর আলী, আবদুল মালিক, করিম আলী, আকবর আলী, রশিক আলী, আলা উদ্দিন, সিরাজ আলী, চমক আলী, সুন্দর আলী, আবদুর গণি, কমর উদ্দিন, সুরুজ আলী, কাচা মিয়া, যুবনেতা সেবুল মিয়া, আক্তার উদ্দিন সুমন, ফরিদ উদ্দিন, চান মিয়া, শাহ নাজমুল ইসলাম, ফিরোজ আলী প্রমুখ।