এম এ আই সজিব,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় অগ্নিকান্ডে ঘরে ঘুমিয়ে থাকা মায়া রাণী নাথ (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার রিচি গ্রামের বাসিন্দা। রোববার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা যান।
এদিকে সদর মডেল থানার এস আই পার্থ রজ্ঞণ চক্রবর্তীর নের্তৃত্তে একদল পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শহরের বেসরকারি একটি ক্লিনিকে পরিচ্ছন্নতার কাজ করতেন ৫৫ বছর বয়সী মায়া রাণী। দীর্ঘদিন ধরে তিনি অনন্তপুর এলাকার মৃত কুদরত আলীর স্ত্রী এলাচি বেগমের বাসায় তাদের সাথে ভাড়া থাকতেন। রোববার ভোরে ঘরে হঠাৎ আগুন দেখতে পান এলাচি বেগম। এসময় তিনি তার সন্তানদের নিয়ে বেরিয়ে গেলেও মায়া রাণীকে বের করতে পারেননি। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততখনে ঘরটি পুড়ে একে বারে ছাই হয়ে যায়। পরে ঘরের ভেতর থেকে মায়া রাণী নাথের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে সদর থানার এস আই পার্থ রজ্ঞণ চক্রবর্তী মায়া রাণী নাথ এর স্বামী সন্তান না থাকায় তার ভাই জন্টু নাথ ও মন্টু নাথের কাছে লাশ হস্থান্তর করে।
তবে কিভাবে এই অগ্নিকান্ডের সূত্রপাত তা সঠিক ভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ এবং স্থানীয়রা ও বলতে পারেননি।