ডেস্ক : শারীরিক অসুস্থতার জন্য শনিবার ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন সিলেট ও হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
অধ্যাপক ডা. সালেহা বেগম চৌধুরী’র (চেয়ারম্যান) অধীনে তিনি ভর্তি হয়েছেন। চিকিৎসক বোর্ড এর সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ই এপ্রিল সোমবার সকাল সাড়ে ৮টায় তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
অসুস্থতার জন্য তিনি মোবাইল ও ফেসবুক ব্যবহার করতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে দ্রুত সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।