এম এ আই সজিব ॥হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুরা গ্রামে সুলতানা খাতুন (১৬) নামের এক কিশোরীকে ধর্ষণ করেছে লম্পট চাচা মামা। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাবার বাড়ি চুনারুঘাট এর রাজারবাজার এলাকায় গরীব হওয়ায় সুলতানা খাতুন ওই গ্রামে নানার বাড়িতে থাকত তার পরিবারের সবাইকে নিয়ে। সে সিরাজ মিয়ার কন্যা।
সুলতানা মা ঝলক বানু জানান, গরীব হওয়ার কারণে প্রায়ই তার প্রতিবেশী চাচাত ভাই লম্পট মনু মিয়া ওরফে মুন্না প্রায়ই তার মেয়েকে কুপ্রস্তাব দিত। মনু মিয়া ওরফে মুন্নার প্রস্থাবে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে উঠে । তারই চাচাত ভাই প্রতিবেশী গেদা মিয়ার ছেলে মনু মিয়া ওরফে মুন্না সকালে ৬টার দিকে যখন ঘুম থেকে উঠে ঘরের বাহিরে যায় তখন আগে থেকে উৎপেতে থাকা মনু মিয়া ওরফে মুন্না তার মেয়েকে মুখ চেপে ধরে বাড়ির পিছনে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।
তিনি আরো বলেন, তার স্বামী আব্দুল আওয়াল জীবিকার তাগিদে কৃষি কাজ কওে কোনো রকম ভাবে সংসার চালায় তার আরো ৩টি মেয়ে আছে এখন তার কি হবে বলে কেদে দেয়। এখন তার কি হবে এই বলে কেদে দেন।