বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ রেলষ্টেশন এলাকা থেকে টমটম চোর সন্দেহে আঃ মতিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে জনতা । সে চুনারুঘাট থানার কাচিসাইল গ্রামের মৃত সুনাঊল্লার পুত্র।
শনিবার সকালে স্থানীয় জনতা তাকে আটক করে। এসময় জনতার হাতে ধৃত টমটম চোর আঃ মতিন তার নাম টিকানা পরিবর্তন করে নানা কৌশল অবলম্বন করে।
স্থানীয় সুত্রে জানাযায়, টমটম চোর আঃ মতিন বহু দিন যাবত টমটম চুরির সংঙ্গে জরিত বলে অভিযোগ পাওয়া যায় ।
অবশেষে তাকে শায়েস্তাগঞ্জ দাউদনগরের পাঁচ গ্রামের বিশিষ্ট মুরুব্বী মাসুক মিয়া ও স্থানীয় জনতা টমটম চোর সন্দেহে আঃ মতিন কে পুলিশের কাছে হস্তান্তর করে।