খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মস্তোফা শহীদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক পিপি এম আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আবু তাহেরর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-২ আসানের সাংসদ এডঃ আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের সাংসদ এডঃ মাহবুব আলী, জেলা পরিষদ প্রসাশক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলগ সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, জাকির হোসেন অসীম, সদস্য ও আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, চুনারুঘাট পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মহালদার, উপজেলা যুবলীগে সভাপতি লুৎফুর রহমান, যুগ্ন-সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক মাহমুদ, সেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহসান রিপন, সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, দেশের বৃহত্তর দল আওয়ামীলীগ। তাই মনোনয়নের বিষয়ে দলের নিবেদিত প্রাণ যারা তাদের মনোনয়ন দেয়া হবে।