আজিজুল হক নাসিরনাসির, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আশ্রাবপুর-আলীরাজাপুর গ্রামে আড়াই কিলোমিটার এলাকায় বিদ্যুতায়ন করা হয়েছে।
বিদ্যুতায়নের উদ্ভোধন উপলক্ষে শুক্রবার সকাল ১০ ঘটিকায় আশ্রাবপুর বালুর মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, আহম্মদাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।
স্বপন দেব রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাসুক মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের, সাবেক পি,পি এড: আকবর হোসেন জিতু, হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জি এম সোলেমান মিয়া, ডিজি এম কাজী সৌকত আলম, অধ্যক্ষ আলাউদ্দিন, চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্ঠার, স্বজল দাস, সেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সেক্রেটারী সাংবাদিক আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সেক্রেটারী সাইফুল আলম রুবেল, কৃষকলীগের সভাপতি শাহজাহান, সহ-সভাপতি আ: হান্নান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক আলী রহমান, প্রজন্মলীগের আহবায়ক কবির মিয়া খন্দকার, সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, আশ্রাবপুর-আলীরাজাপুর গ্রামবাসী, বিভিন্ন পেশার লোকজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই।