বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ট্রেনে কাটা পড়ে বেশু সাওতাল (৩৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রশিদপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেশু সাওতাল দ্বারাগাও চা বাগানের পুরান টিলার পরাগ সাওতালের পুত্র।
বৃহস্পতিবার দিবাগত সিলেট থেকে ছেড়ে আসা মালবাহি ট্রেনের নিচে কাটা পড়েন। স্থানীয়রা জানান বেশু সাওতাল মদ খেয়ে মাতলামি করার সময় সে ট্রেনের নিচে কাটা পড়ে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ শুক্রবার দুপুরের দিকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।