বিশেষ প্রতিনিধি ॥ যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে শায়েস্তাগঞ্জের অসহায় দু ̄’দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন হবিগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা সৈকত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডঃ আব্দুল আলিম তালুকদার, এডঃ হুমায়ুন কবির সৈকত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুর সাই, প্রভাষক জালাল উদ্দিন রুমী, কামরুজ্জামান আল রিয়াদ, মুহিবুর রহমান, এনামুল হক প্রমুখ।