এম এ আই সজিব, ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার রাস্তা থেকে গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বেএক বিশেষ অভিযানে এস,আই, মিজানুর রহমান, এস,আই, ওমর ফারুক, এস, আই, সানা উল্লাহ্,এস, আই, এ,কে এম রাসেল, এস, আই, রকিবুল হাসান, এস, আই, সুমন হাজরা সহ, একদল পুলিশ হবিগঞ্জের কুখ্যাত মোটরসাইকেল চোরদের মূল হোতা তেঘরিয়া ইউ/পির চড়গাঁও গ্রামের বাসিন্দা বর্তমান চেয়ারম্যান হুমায়ুনকবীরের ছেলে মনসুর কবীর (২০) এসময় তার আরেক সাথী ইনাতাবাদ এলাকার ফটিক মিয়ার ছেলে তুহীন মিয়া (১৯)কে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
গভীর রাতে এই অভিযান চালানো হয়। এ সময় আউশপাড়ার জুয়েল মিয়া, তারাপাশা গ্রামের নাসির মিয়া পালিয়ে যায়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার রকিবুল হাসান জানান তারা একটি সংঘবদ্ধ চক্র। আমরা তদন্তে স্বার্থে বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন করব।
এ ব্যাপারে সদর খানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান হবিগঞ্জ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ জয়নাল উদ্দিন খাঁন এর অফিসিয়াল মোটরসাইকেল টিভিএস ১০০ সিসি চুরি হয় কিছু দিন আগে।
এব্যাপারে মোঃ জয়নাল উদ্দিন খাঁন সদর থানায় একটি মোটরসাইকেল চুরির মামলা দাযের করেন। এরই প্রেক্ষীতে পৌর শহরে বিশেষ অভিযান চালানো হয়। এরই প্রেক্ষীতে তাদেরকে সন্দেহ হলে তাদেরকে রাত ২.৩০ঘাটিকার দিকে অভিযান চালালে ইনাবাদস্থ রোড থেকে আটক করা মহয়। তিনি আরো জানান তাদের বিরুদ্ধে চুরি ডাকাতি টাকা ছিনতাই সহ একাধিক অভিযোগ রয়েছে।