স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানায় গরুর বাছুরকে কেন্দ্র করে সদর থানায় তোলকালাম কাণ্ড ঘটেছে। বুধবার সকালে সদর থানার এএসআই আখতারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ শহরতলীর বহুলা বাইপাস থেকে একটি চোরাই গরুর বাছুর উদ্ধার করে।
এ সময় চোর পালিয়ে যায়। পরে পুলিশ ওই বাছুরটি সদর থানায় নিয়ে আসলে পুলিশ পড়ে বিপাকে। বাছুরটি নিয়ে শুরু হয় থানা কম্পাউন্টে তোলকালাম কাণ্ড।
সরেজমিনে ও পুলিশের সাথে আলাপ করে জানা যায়, বিভিন্ন কারণে গরুটি আদালতে সোপর্দ করতে না পেরে থানা কম্পাউন্টে বেঁেধ রাখা হয়। উদ্ধারের পর থেকে বাছুরটি হাম্বা হাম্বা করে কিছুক্ষণ পর পর ডাকাডাকি শুরু করলে পুলিশ সদস্যদের কাজে ব্যাঘাত ঘটে। পরে নিরূপায় হয়ে পুলিশ বাছুরটি এক মহিলার জিম্মায় দেয়।