হবিগঞ্জ : ডিজিটাল প্রযুক্তির ছোয়ায় অগ্রগামী বাংলাদেশের সচিত্র চিত্র স্বচক্ষে দেখা ও বিনোদন কর্মকান্ড উপভোগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা কারাগারের কয়েদীদের জন্য টেলিভিশন সেট উপহার দিয়েছেন যুক্তরাজ্যস্থ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও সোবহান চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান আলোচিত দানশীল ব্যক্তিত্ব প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল।
সংশ্লিষ্ট কারাগারের পক্ষে এই উপহার গ্রহন করেন জেলা প্রশাসক সাবিনা আলম। এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জনকন্ঠের সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন, জেল সুপার মোঃ গিয়াস উদ্দিন, জেলার ইকবাল, বিশিষ্ট ব্যক্তি জুনায়েদ মিয়া প্রমুখ।
উল্লেখ্য, সমাজসেবার অংশ হিসেবে ওই যুক্তরাজ্য প্রবাসী বুলবুল তার আগে সরকারী-বেসরকারী অফিস ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন, বিনামূল্যে চক্ষু অপারেশন, পুলিশ সদস্যদের জন্য খাবার বহনকারী হট কেরিয়ার সহ নানা সামগ্রী বিতরন করেছেন।