মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে এ হরতাল ঘোষণা করে সংগঠনটি। এছাড়া একই দাবিতে সিলেট মহানগর এলাকায় হরতাল আহ্বান করেছে ছাত্রশিবির।
এদিন বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় ঝটিকা মিছিল শেষে পথসভায় এ হরতাল ঘোষণা করেন মহানগর ছাত্র শিবিরের সভাপতি আবদুর রাজ্জাক।
বক্তব্যে তিনি জুবায়েরকে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।
সিলেট মহানগর শিবিরের প্রচার সম্পাদক সালেহ তাদের কর্মসূচি ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেট কোর্ট এলাকা থেকে এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট ও ভাংচুরের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।