আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ৭০ পিছ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জয়নাল (৪০) কে আটক করেছে পুলিশ।
সে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বড়বাড়ি গ্রামের মারফত আলীর পুত্র।
সোমবার হবিগঞ্জ থেকে ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট পাচার কালে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এসআই হুমায়ূন কবিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আজমিরীগঞ্জ বাজারের নৌ-টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে ৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।
জানা যায়, দীর্ঘদিন যাবত ধরে আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছিল জয়নাল।
আজমিরীগঞ্জ থানার এস আই হুমায়ূন কবির সত্যতা স্বীকার করেন বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।