নিজস্ব প্রতিবেদক : সোনার দাম আরেক দফা কমতে পারে। খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।
মঙ্গলবার দুপুরে গুলশান কার্যালয়ে সংগঠনটির সভাপতি কাজী সিরাজুল ইসলাম এ তথ্য জানান। তবে ভরি প্রতি কত টাকা কমবে এ বিষয়ে তিনি কিছু জানাননি।
সর্বশেষ ২০১৪ সালের ৬ নভেম্বর আন্তর্জাতিক বাজারে সোনার দর কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়। বাজুস থেকে প্রতি ভরি ভালো মানের সোনার দর ১ হাজার ২০১ টাকা কমিয়ে ৪৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে গত ১৫ অক্টোবর প্রতি ভরি ভালো মানের সোনার দর ১ হাজার ৪০০ টাকা কমানো হয়েছিল। অন্যান্য মানের সোনার দামও তখন একই হারে কমানো হয়েছিল। তারও আগে ২৫ সেপ্টেম্বর প্রতি ভরি ভালো মানের সোনার দাম ১ হাজার ২২৫ টাকা কমিয়ে ৪৭ হাজার ১৮১ টাকা নির্ধারণ করা হয়েছিল