আজিজুল হক নাসির, চুনারুঘাট প্রতিনিধি ॥ ভূমি উন্নয়ন কর বকেয়া রেখে নির্বাচনে প্রার্থী কিংবা প্রস্তাবকারী হওয়া যাবেনা। বলেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল।
০৪/০৪/১৬ইং তারিখে আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদে হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০১৬ইং রেলী ও আলোচনা সভা অনুষ্ঠানে কথাটি বলেন তিনি।
আহম্মদাবাদ বিশগাঁও ভূমি অফিস কর্মকর্তা ও কর্মচারীদের বকেয়া আদায়ের তাগিদ দিয়ে তিনি আরো বলেন, অচিরেই যাদের কর বকেয়া রয়েছে তাদের কর পরিশোধের জন্য অনুরোধ জানিয়ে অনাদায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিতে।
আলোচনা সভায় চুনারুঘাট উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা তন্ময় ইসলাম বলেন, সময়মত ভূমি উন্নয়ন কর প্রদান করা সকল ভূমি মালিকের কর্তব্য। তিনি জানান ১৩৯৮ বাংলা পর্যন্ত বকেয়া যে কোন পরিমানের ভূমি ও ১৩৯৯ বাংলা থেকে বর্তমান পর্যন্ত বড় হোল্ডিং (৮ একর ২৪ শতাংশ) এর কর মওকুফ করা যাবেনা। যাদের পূর্ব পুরুষের নামে রেকর্ডকৃত বড় হোল্ডিং বর্তমান পর্যন্ত জারি রয়েছে কিন্তু রেজেস্টারী ছাড়া ভাগ বাটোরা কিংবা হস্তান্তর হয়েছে তারা লিখিত আবেদনের মাধ্যমে হোল্ডিং ছোট করে নেওয়ার সুযোগ রয়েছে।
অন্যথায় বড় হোল্ডিংয়ের করই পরিশোধ করিতে হইবে। সভায় তিনি সকল ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের যাছাই বাছাই করে ওয়ারিশান সনদ প্রদান করার আহবান ও জানান, এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখায় আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুর প্রশাংসাও করেন।
সভায় অন্যান্য উপস্থিতিতির মধ্যে , বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: রহমান আজাদ, সার্ভেয়ার মনিরুজ্জামান, উপজেলা ভূমি অফিস সহকারী মানিক কর, ইউপি সচিব শিউলি চৌধুরী, ওয়ার্ড মেম্বার সুদামা বর্মা, বিশগাঁও ভূমি অফিস সহকারী কর্মকর্তা মতি লাল নন্দী ও সকল কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকেই।