নিজস্ব প্রতিবেদক: সিলেট-আখাউড়া রেল লাইনের শ্রীমঙ্গল এলাকায় পাহাড়ি ঢলে লাউয়াছড়া জানকিছড়া সেতুর গার্ডারের নিচের মাটি সরে যাওয়ায় সোমবার সকাল ৬টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মেরামত কাজ শেষে সোমবার রাত ৮টা ২০ মিনিট থেকে পুনরায় রেল যোগাযোগ চালু হয়েছে।
শ্রীমঙ্গল গণপূর্ত (রেল) এর ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আলী আজম ও রেল কর্মকর্তা আইডাব্লিউ এরফান আলী জানান, গার্ডারের মেরামত কাজ শেষে রাত ৮টা ২০ মিনিট থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এদিকে সারাদিন রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেট থেকে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট রেল স্টেশনে আটকা পড়ে।