ক্রীড়া ডেস্ক : দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টির বিশ্ব শিরোপা ঘরে নিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ সালের পর আবারো এই শিরোপার স্বাদ নিল ক্যারিবীয়রা। ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে ড্যারেন স্যামির দল। টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের শিরোপাও জেতে ওয়েস্ট ইনিডজের নারীরা। ফলে, ভারতের মাটিতে অনুষ্ঠিত আইসিসির এই মেগা উভেন্টের দুটি শিরোপাই ঘরে নিল ক্যারিবীয়রা।
রোববার (৩ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হয় ক্যারিবীয়-ইংলিশদের মহারণের ম্যাচটি।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের দলপতি ড্যারেন স্যামি। শিরোপা নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৫৫ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় মরগান-বাহিনী। শুরুতে বিপাকে পড়া ইংলিশদের হয়ে দারুণ অর্ধশতক হাঁকান জো রুট। ১৫৬ রানের টার্গেটে শুরুতে বিপাকে পড়ে ক্যারিবীয়রাও। তবে, মারলন স্যামুয়েলসের অপরাজিত ৮৫ রানের দুর্দান্ত ইনিংসে আর ব্রাথওয়েইটের ঝড়ো ইনিংসে ১৯.৪ ওভারে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।