এম এ আই সজিব ॥ প্রেমের বিয়ের স্বীকৃতির দাবিতে নুরুন্নাহার শিলা নামের এক কলেজ ছাত্রী শ্বশুর বাড়িতে অনশন করেছে।
১ দিন শ্বশুরালয়ে অনশন করেও স্বীকৃতি না পাওয়ায় অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছে ওই কলেজ ছাত্রী। সদর থানায় ওই কলেজ ছাত্রী জানায়, সে ঢাকার বকশীবাজারের বাসিন্দা মোঃ লাল মিয়ার কন্যা এবং ওই এলাকার বেগম বদরুন্নেছা মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
দুই মাস আগে তার সাথে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার বাসিন্দা দুদু মিয়ার পুত্র প্রবাসী নয়ন (২৫) এর সাথে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি নয়ন দেশে ফিরে এসে শিলাকে হবিগঞ্জে আসতে বলে এবং এফিডেভিটের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়।
এরপর তারা স্বামী-স্ত্রী হিসেবে সংসার শুরু করে। এক পর্যায়ে নয়ন কৌশলে সটকে পড়ে। গত শনিবার শিলা নয়নের বাড়িতে যায় এবং সেখানে স্ত্রীর স্বীকৃতি দিতে দাবি জানায়। নয়নের পরিবার মেনে না নেয়ায় সে ওই বাড়িতেই অনশন শুরু করে। রবিবার সকালে তাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয় নয়নের পরিবার।
এরপর শিলা নিরূপায় হয়ে সদর থানায় নয়ন ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দেয়। পুলিশের পক্ষ থেকে বিষয়টি সামাজিকভাবে সমাধানের জন্য নয়নের পরিবারকে খবর দেয়া হলে নয়নের পরিবার শিলাকে স্বীকৃতির আশ্বাস দিয়ে তাদের বাড়ি নিয়ে যায়। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।