এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর গ্রামে ওয়াজের বয়না নিয়ে দুই মৌলভীর মাঝে সংঘর্ষ হয়েছে। এ সময় এক মৌলভীর হামলায় নজরুল ইসলাম (৩৫) নামের অপর এক মৌলভীর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সুত্র জানায়, ওই গ্রামের সুন্নী জামে মসজিদের ইমাম গত শুক্রবার জুম্মার নামাজের বয়ানের কওমী মাদরাসার মৌলানা মোশাহিদ আলীর বয়ান সম্পর্কে কটুক্তি করে।
এ বিষয়টি জানাজানি হলে দুই মৌলভীর মাঝে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে গত শনিবার সকালে দুই মৌলভীর মাঝে সংঘর্ষ হয়।
এক পর্যায়ে দুই জনই আহত হয়। এর মাঝে নজরুলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মোশাহিদকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর থেকে কওমী ও সুন্নী পন্থীদের মাঝে উত্তেজনা চলছে। আবারো যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসি।