এম এ আই সজিব, হবিগঞ্জ থেকে : ছিনতাইয়ের কৌশল পাল্টে এখন তৎপরতা বেড়েছে অজ্ঞান পার্টির। বিশেষ করে গ্রীষ্মকালে এদের দৌরাত্ম্য বাড়ে। এদের ব্যবহৃত রাসায়নিকে প্রাণ হারাচ্ছে অনেকে।
গত ছয় বছরে অজ্ঞানপার্টির শিকার তিন হাজার মানুষ চিকিৎসা নিয়েছে। আর এদও মধ্যে মোট মৃত্যুর সংখ্যা ২৮।
অনুসন্ধানে জানা যায়, অজ্ঞান পার্টি বা মলম পার্টি ব্যবহার করে মারাত্মক ক্ষতিকর কিছু চেতনানাশক ওষুধ ও রাসায়নিক। এর মধ্যে আমদানি নিষিদ্ধ এটিভেন ট্যাবলেট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এপিট্রা নামে একটি তরল ওষুধও ব্যবহার করা হচ্ছে, এছাড়া কয়েকটি ঘুমের ট্যাবলেট সহ,ক্লোরোফম জাতীয় চেতনানাশকও ব্যবহার করে তারা।
তবে এইসব রাসায়নিক বা ওষুধপত্র তাদের হাতে পৌঁছাচ্ছে কীভাবে?
খোঁজ নিয়ে জানা যায়, স্বার্থনেশী কয়েকটি এলাকায় ওষুধের দোকানরা। কিন্তু এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ওষুধ প্রশাসনের কোনো নজরদারি নেই।
এসব সূত্র ধরে সাংবাদিকদের তদন্ত করা হয়েছে।
প্রশাসনের সঠিক নজরদারি থাকলে হয়তো এমন হতে পরে না।