নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ১ হাজার ৩০৯ জন পরীক্ষার্থী থাকার কথা থাকলেও অংশগ্রহণ করেছে ১ হাজার ২৯৯ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১০ জন।
রবিবার সকাল ১০ টা থেকে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ সেন্টারে তিনটি কলেজ থেকে ১২৯৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী জানান- এ কেন্দ্রে বাংলা বিষয়ে মোট ১২৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত সংখ্যা ১০ জন।
তিনি জানান, তিনটি কলেজের মধ্যে জহুর চান বিবি মহিলা থেকে ১৯৩, পঞ্চাশ স্কুল এন্ড কলেজ থেকে ৮১ ও শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ থেকে ১০৩৫ জন পরীক্ষার্থী রয়েছে।