স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরসহ বিভিন্ন এলাকায় জুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিন রাতে এসব জুয়ার আসরে জুয়াড়িরা লাখ লাখ টাকার জুয়া খেলছে। ফলে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পেয়েছে।
অনুসন্ধানে জানা যায়, উমেদনগর কবরস্থান এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লুডু, গাপলা ও তাস দিয়ে জুয়ার আসর বসে। আর এসব আসরে হবিগঞ্জ শহরের বিভিন্নস্থান থেকে জুয়াড়িরা এসে যোগ দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জুয়াড়ি জানান, অসাধু পুলিশ সদস্যদের কমিশন দিয়ে তারা এসব জুয়ার আসর বসায়।
এলাকাবাসি জানান, জুয়ার আসরে অনেক ভদ্র পরিবারের সন্তানরা জড়িয়ে পড়ছে। টাকা না পেয়ে মা-বাবার উপর নির্যাতন চালায় এমনকি চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।