এম এ আই সজিব ॥ চুনারুঘাট উপজেলার ঝিকুয়া গ্রামে গাছ থেকে আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে মমতাজ বেগম (৩৫) নামের এক গৃহবধুর কান কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। মামতাজ বেগম ওই গ্রামের ইদ্রিছ আলীর স্ত্রী। আহত সুত্র জানা যায়, একই গ্রামের কদ্দুছ আলীর পুত্র আব্দুর রউফ (২৫) জোরপূর্বক মমতাজ বেগমের গাছে আম পাড়তে যায়। এ সময় দুই জনের মাঝে বাকবিতণ্ডার এক পর্যায়ে কদ্দুছ মমতাজ বেগমের কান কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।