বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলার চৌধুরীগাঁও গ্রামের শুভেচ্ছা স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘১ম চৌধুরীগাঁও রশিটান প্রতিযোগীতা’ সম্পন্ন হয়েছে। গ্রামের উত্তরের মাঠে আয়োজিত প্রতিযোগীতায় ভাই-বন্ধু স্পোটিং ক্লাব-বিশ্বনাথ চ্যাম্পিয়ন হয় আবদুল খালিক স্পোটিং ক্লাব-চৌধুরীগাঁওকে হারিয়ে। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যুক্তরাজ্য প্রবাসী আদুল খালিক।
স্থানীয় মেম্বার সাইফুল ইসলাস মজনু’র সভাপতিত্বে এবং সংগঠক জামাল মিয়া, ইলিয়াস আলী ও মাসুদ আহমদ সুমন’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যান সমিতির যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম, এলাকার মুরব্বী আবদুল কাদির, চান মিয়া।