উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জের কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া পরিদর্শনকালে নোয়খালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদের মহাসচিব, ইউনেস্কো সেন্টার ফর কমপেরেটিভ এডুকেশন রিসার্চ, যুক্তরাজ্যের সদস্য অধ্যাপক ড, এম অহিদুজ্জামান বলেন, রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। স্বৈরাচারী সরকার রাষ্ট্রকে ধর্মভিত্তিক করে বাংলাদেশের পবিত্র সংবিধানকে বির্তকিত করেছে। রাষ্ট্র সব মানুষের, ধর্ম যার যার।
তিনি বলেন, ’৭২-এর সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি পুনঃ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে রাজাকার তথা জামায়াত মুক্ত করতে হবে। নবীগঞ্জ ঘোরী ভিলায় ব্যক্তিগত সফরে এসে নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড, এম অহিদুজ্জামান আরো বলেন, ব্রিটিশ বেনিয়ারা হিন্দু অধ্যুষিত অঞ্চলে মুসলমান জমিদার এবং মুসলমান অধ্যুষিত অঞ্চলে হিন্দু জমিদার নিয়োগ করে যেভাবে বাঙালিদের দ্বিধা বিভক্ত করেছিল, ঠিক তেমনিভাবে বিভিন্ন সময়ে স্বৈরাচারী ও জামায়াতি সরকার বাংলাদেশকে দ্বি-খণ্ডিত করতে চেয়েছিল। কিন্তু বীর বাঙালি তা সবসময় প্রতিরোধ করেছে।
তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, নবীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এড, অহিন্দ্র কুমার দত্ত চৌধুরী, সাধারণ সম্পাদক এড. স্বরাজ বিশ্বাস, নির্বাহী সদস্য এড. শ্যামল কান্তি দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. মনমোহন দেবনাথ, হবিগঞ্জ জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের আহবায়ক এড. নারদ গোপ, এড. জন্টু দেব, বিকাশ রায়, প্রমথ চক্রবর্তী, নারায়ণ রায়, নিতেন রায়, এড. তাপস দে, তনুজ রায়, কালীপদ ভট্টাচার্য, গৌতম রায়, কানাই লাল দাশ, সুবিনয় পুরকায়স্থ, আশিস তালুকদার, অমলেন্দু সূত্রধর, বিশিষ্ট সাংবাদিক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, শুভাশীষ চক্রবর্তী, জীতেশ সূত্রধর, পিন্টু চন্দ্র রায়, সাংবাদিক সলিল বরণ দাশ প্রমূখ।