এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আদালতে হাজিরা দিয়েছেন শিক্ষক।
মামলার বিবরণে জানা যায়, শহরের সার্কিট হাউস রোডের বাসিন্দা মুর্শেদ মোলার কন্যা স্বর্ণা আক্তার সরকারি বৃন্দাবন কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন ওই কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক সামছুল হক। প্রথমেই স্বর্ণা তার প্রেম প্রত্যাখান করলে প্রভাষক সামছুল তাকে হুমকি দেন পরীক্ষাতে নম্বার কম দিবেন। এ ভয়ে সে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত ২০ আগষ্ট সামছুল হক স্বর্ণাকে নিয়ে পালিয়ে যান। এক পর্যায়ে কোর্টে এফিডেভিটের মাধ্যমে বিয়ে বন্ধন আবদ্ধ হয়। তিনদিন ঘর সংসার করার পর সামছুল হক স্বর্ণাকে তালাক প্রদান করে। স্বর্ণা তার পিত্রালয়ে চলে আসে। ২৫ আগস্ট স্বর্ণা হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সামছুলকে আসামী করে মামলা দায়ের করে। মামলায় সামছুল হকের বিরুদ্ধে সমন জারী হয়।
বিষয়টি চাওর হলে সামছুল হককে ওই কলেজ থেকে চাঁদপুর সরকারি কলেজে বদলী করা হয়। ইতোমধ্যে সামছুল হক হাইকোর্ট থেকে আগাম জামিন এনে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। ৩০ মিনিট শুনানীর পর তার জামিন মঞ্জুর করেন আদালত। এ ঘটনা নিয়ে সমাজে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে।