স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে পরকীয়া প্রেমের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করেছে এক গৃহবধু। মুমুর্ষু অবস’ায় প্রবাসীর স্ত্রী রানু আক্তার (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সে ওই গ্রামের সৌদি প্রবাসী কাজল মিয়ার স্ত্রী। জানা যায়, কাজল মিয়া সৌদি চলে যাবার পর রানু প্রতিবেশী আপ্তাব উল্লার পুত্র ফরিদ মিয়ার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে। বিষয়টি আঁচ করতে পারে ফরিদের স্ত্রী মমিনা আক্তার। গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদ মিয়া ও রানু অনৈতিক কাজে লিপ্ত হলে মমিনার নজরে আসে। এ সময় সে ক্ষিপ্ত হয়ে ফরিদ ও রানুর উপর হামলা চালায়। এতে রানু আহত হলেও ফরিদ সটকে পড়ে। গুরুতর আহত অবস’ায় রানুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।