চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘ধামালি’র আয়োজনে ২দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় উপজেলা পরিষদের এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে সামনে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকপাড়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, দৈনিক কালের কন্ঠের সহ-সম্পাদক আফসার আহমেদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা আব্দুল কদ্দুছ, সিলেট এমসি কলেজের প্রধান করণিক আব্দুল কাদির, ধামালীর সভাপতি এডভোকেট মোস্তাক আহাম্মদম সাধারণ সম্পাদক মামুন তালুকদার, ধামালির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক খন্দকার আলাউদ্দিন ও আসরাফুল ইসলাম।
উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী ধামালী, মনিপুরি ও ঝুমুর নাচ এবং রাধারমন, হাসন রাজা, শাহ আব্দুল করিমসহ সিলেটী মরমী সাধক ও শিল্পীদের গান। গান পরিবেশন করেন সিলেট বেতার ও টিভি শিল্পী লাভলী দেব। আজ সমাপনী দিনে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট বিভাগের প্রখ্যাত ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, ক্রিড়াবিদসহ নানা পেশার ব্যক্তিত্বগণ উপস্থিত থাকবেন।