নিজস্ব প্রতিবেদক : দূরত্ব হাজার হাজার মাইল। বাবা অসুস্থ, সন্তানের মন খারাপ। বাবার নাম জহিরুল আলম জসিম, সন্তানের নাম আলভী। বাবা থাকেন পর্তুগালের লিসবনে। আর সন্তান বাংলাদেশে। মোবাইল আর ফেসবুক এর মতো মাধ্যমগুলো মানুষকে যতই কাছাকাছি নিয়ে আসুক, কাছে থাকার অনুভূতি কখনো দিতে পারে না।
তাই একজনের কোন খারাপ খবরে আরেকজন যখন উতলা হয়, তখন সান্ত্বনা দেয়ার ক্ষমতা থাকে না এসব যোগাযোগ মাধ্যমের। বাবা জহিরুল আলম জসিমের অসুস্থতার খবর আলভী জানতে পারে ফেসবুকের মাধ্যমে। বাবার জন্য উতলা হয়ে উঠে সন্তানের মন।
সন্তানের কাছ থেকে এমন চিঠি পাবার পর বাবারও কি সন্তানকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করেনি! চিঠিটা পাবার পর বাবার কেমন অনুভূতি কি হয়েছিল তা তিনি (জহিরুল আলম জসিম) নিজেই বলেছেন,
বাবা’র কাছে আলভী’র প্রথম পত্র!!
যতবার পড়ছি -তত’বারই একটু সুস্থতা অনুভব করছি!!!
আমার পড়া, এটাই জীবনের সেরা চিঠি!
তুমি অনেক বড় হও আব্বু!!