ডেস্ক : সৌদি আরবের শুরা কাউন্সিলের এক সদস্য সেখানে ছোট ছোট মুদি দোকান বা বাকালা বন্ধ করার সুপারিশ করেছেন। আর এই প্রস্তাবে সায় দিয়েছেন সৌদি বিশেষজ্ঞরা। তারা বলছেন, এটা সৌদি অর্থনীতির উন্নয়ন ঘটাবে। এই প্রস্তাব বাস্তবায়ন করলে স্থানীয় লোকজনের কর্মসংস্থান যেমন সৃষ্টি হবে তেমনি সৌদি অর্থ দেশের বাইরে যাওয়া কমে যাবে। তবে এই প্রস্তাবের সমালোচনা করে মুদি দোকানীর মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেছেন, বড় বড় ব্যবসায়ীদের সুবিধা দেয়ার জন্যই এমন প্রস্তাব করা হয়েছে।
এই প্রস্তাবের সমর্থনে জেদ্দা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর খাদ্য উৎপাদন কমিটির প্রধান নায়িফ আল-শরিফ বলেছেন,
‘এই পদক্ষেপ নিলে বড় বড় মুদি দোকান এবং সুপার মার্কেটগুলোতে সৌদি নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টি হবে যা অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।’
তিনি আরো বলেন, সৌদি আরবে মুদি দোকানের মতো ক্ষদ্র ব্যবসা শতকরা ৯০ ভাগ বেড়ে গেছে এবং এই খাতে কর্মরত ৭৫ ভাগই বিদেশী। এখানে উল্লেখ্য বাংলাদেশের বড় শ্রমবাজারের মধ্যে অন্যতম সৌদি আরব। আর বাংলাদেশের সৌদি প্রবাসীদের একটি গুরুত্বপূর্ণ অংশ এমন মুদি দোকানের ব্যবসার সাথে জড়িত। সুরা কমিটির সদস্যের ক্ষুদ্র মুদি দোকানের ব্যবসা বন্ধ করার প্রস্তাব এবং এ সংক্রান্ত জোরদার আলোচনার প্রেক্ষিতে তাদের মধ্যেও দুশ্চিন্তা এসে গেছে। তারা বলছেন, এ প্রস্তাব বাস্তবায়িত হলে নিজস্ব ব্যবসা ছেড়ে দিয়ে আবার কাজের সন্ধানে নামতে হবে।
আবার এই প্রস্তাবের সমর্থনে স্থানীয় অর্থনীতিবিদ ফারুক আল-খতিব বলেছেন,
‘এই পদক্ষেপ সৌদি আরবে কর্মরত বিদেশীদের তাদের দেশে অর্থ পাঠানোর পরিমাণ কমিয়ে দেবে এবং সৌদি অর্থনীতিকে সহযোগিতা করবে।’
তবে এই প্রস্তাব এবং এসব আলোচনার বিরোধিতা করে ক্ষুদ্র মুদি দোকানীরা বলেছেন, এমন সিদ্ধান্ত নেয়া হলে তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। কিছু স্থানীয় নাগরিকও মুদি দোকানীদের পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, বাড়ির পাশে মুদি দোকান থাকার অনেক সুবিধা। এর ফলে যে কোন প্রয়োজনীয় পণ্য হাতের নাগালে পাওয়া যায়। সৌদির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, তারা প্রস্তাবটির ভালো-মন্দ দিক বিবেচনা করে দেখছে। যদি অর্থনীতিতে এর ইতিবাচক দিক থাকে তবে এটি বাস্তবায়ন করা হবে।
সূত্র: আরব নিউজ