মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ( সিলেট )প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ডীন ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেছেন, দারিদ্রতা কখনও শিক্ষাগ্রহণ আটকাতে পারে না। তাই নিজের ভবিষ্যৎ প্লান ঠিক করে শিক্ষার্থীদেরকে শিক্ষার্জন করতে হবে। শিক্ষার্থীদেরকে জ্ঞান অর্জন করতে হবে নিজের উদ্যোগেই। জ্ঞান ও অর্থের সমন্বয়ে সমাজের সার্থকতা আসে।
আর সমাজকে বদলাতে হলে শিক্ষার আলো ও জ্ঞান অর্জনের বিকল্প নেই। তিনি আরও বলেন, শিক্ষার্থীদেরকে সব সময় বড় স্বপ্ন দেখতে হবে। আর সেই স্বপ্ন স্থির রেখে সেই পথে এগিয়ে গেলে একদিন স্বপ্ন অবশ্যই পূরণ হবে। তবে শিক্ষার্থীদের মধ্যে সুপ্ত (লুকিয়ে) থাকা মেধাকে কাজে লাগাতে অভিভাবক ও শিক্ষকদেরকেই পালন করতে হবে গূরুত্বপূর্ন ভূমিকা।
তিনি বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ’র ৩৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. জসিম উদ্দিন আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ’র ছাত্রী হাফছা বেগম, মানপত্র পাঠ করেন রেবিন আহমদ রনি ও স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল আবদুল মুকিদ।
দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি ফখরুল আহমদ মতছিন’র সভাপতিত্বে ও শিক্ষক বিল্লাল হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ ডেভেলাপমেন্ট ট্রাস্ট ইউকের ট্রাস্টি শেখ নুরুল ইসলাম জিতু, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ’র দাতা সদস্য ও দেওকলস ডেভেলাপমেন্ট ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক আজম খান, উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এ এইচ এম ফিরুজ আলী, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ’র পরিচালনা কমিটির সদস্য নজিব আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ’র প্রতিষ্ঠাতা সদস্য হাজী মদরিছ আলী, দাতা সদস্য জিতুর রহমান, আবদুল গণি, রেজওয়ান খান, শাকিক মিয়া, গভর্নিং বডির সদস্য হাজী আপ্তব আলী, আবদুল ছুবাহান, সিরাজ মিয়া, আবদুল বারী, সংগঠক সমর কুমার দাশ, শেখ শহীদুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, কার্যকরী কমিটির সদস্য নূর উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের প্রমুখ।