আজিজুল হক নাসিরঃ সাত বছর প্রবাসে শ্রম বিক্রী করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেও ছোট ভাই ও তার সহযোগীদের ভয়ে নিজ বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হচ্ছে চুনারুঘাট উপজেলার ধুঁতপাতিল গ্রামের মৃত চাঁন মিয়ার ২ই ছেলে আফরোজ মিয়া(২৭)কে।
জানা যায়,নয় বছর আগে পরিবারকে সচল করতে সৌদিতে পাড়ি জমান সবজি ব্যবসায়ী আফরোজ মিয়া।
টানা সাত বছর অক্লান্ত পরিস্রম করে বিভিন্ন মাধ্যমে ৫০লক্ষ টাকা পাঠান বিশ্বস্ত ছোট ভাই ফারুক মিয়ার কাছে।
ফারুক তাকে এদিকে জমি ওদিকে দোকান এই সেই সম্পত্তি ক্রয় করতেছে বলে সান্তনা দেয়।
কিন্তু আফরোজ দেশে ফিরে জানতে পারেন,ফারুক মাত্র ১০লক্ষ টাকার সম্পত্তি ক্রয় করেছে।
অবশিষ্ট টাকার হিসাব জানতে চাইলেই শুরু হয় দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ। এলাকার ময় মুরুব্বীয়ানরা এগিয়ে আসেন শালিশ করতে। পনের বিশ বার বৈঠক করেও কোন সুরাহা করতে পারেন নি।
মুরুব্বীয়ানদের সুপারিশের তোয়াক্কা না করেই ফারুক আফরোজ মিয়ার পাঠানো ১০লক্ষ টাকার ক্রয় করা সম্পত্তির ভোগ দখল একক ভাবে করতে থাকে।
আফরোজ মিয়া তার টাকা ও সম্পত্তি উদ্ধার করতে এদিক ওদিক ছুটাছুটি করলে ,গত ১০/০৫/২০১৫ ইং সকাল ১০ঘটিকায় উপজেলার আসামপাড়া বাজারে ফারুক মিয়া তার দল বল নিয়ে আফরোজ মিয়াকে প্রাণে হত্যার চেষ্টা করে।
আফরোজ মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এসে আফরোজ মিয়াকে রক্ষা করে।
ভয় পেয়ে আফরোজ মিয়া১৬/০৫/২০১৫ ইং তারিখে চুনারুঘাট থানায় জিডি করেন। জিডি নং ৭০৮. এবং তার পর থেকেই নিজ স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দুরে শশুর বাড়িতে চলে আসেন।
এই সুযোগে ফারুক মিয়া আফরোজ মিয়ার ঘরের তালা ভেঙ্গে ঘরের মালামাল লুট করে নেয়।
এ ব্যাপারে আফরোজ মিয়া চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর লিখিত আবেদন করেছেন।
গত কয়েকদিন আগে স্থানিয়রা মুরুব্বীয়ানরা শেষ বারের মত উভয়কে ডেকে নিয়ে আবার্ও শালিশ বৈঠকে বসেন এবং উপয়ের স্বাক্ষর ক্রমে লিখিত ভাবে মিমাংসা করে দেন।
কিন্তু ফারুক মিয়া বৈঠক থেকে উঠেই তার পূর্ব সিদ্ধান্তে ফিরে যায় এবং আফরোজ মিয়ার সাথে তার দুরব্যবহার অব্যাহত রাখে।
আফরোজ মিয়ার দেয় বিবরণ সম্পর্কে স্থানীয় চেয়ারম্যান,মেম্বার ও কয়েক জন মুরুব্বীর সঙ্গে যোগাযোগ করলে, তারা বিবরণের অধিকাংশই সত্য বলে জানান।
আফরোজ মিয়া তার কষ্টার্জিত টাকা,পিতৃ ভিটা ফেরত সহ জান-মালের নিরাপত্তার জন্য আইনি সহযোগীতা কামনা করেছেন। আত্নসাতকারী ফারুক মিয়া।