চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে দুর্নীতি প্রতিরোধ কমিটি সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। দুপ্রক সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আহমদ আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া, সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলাম।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, রিপোটার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ। গত ২৬মার্চ দিবসের সূচনা লগ্নে স্থানীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে ডিস্পে প্রদর্শন করা হয়। ২৮মার্চ রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে র্যালী ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।