এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের পিটিআই সড়কে অবস্থিত ‘মা’ মনি হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং প্রকল্পের জেলা কার্যালয়ে দুই কর্মচারীর ঝগড়া। এ ঘটনায় ফেলায় শিমুল নামের এক কর্মচারীর ছুরিকাঘাতে রাজু আহমেদ (৩২) নামের আরেক কর্মচারী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই কর্মচারীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা জড়িত থাকার অভিযোগে নারায়ন দাস শিমুল (২৮) নামের কর্মচারীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আটক শিমুন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তার পিতার নাম পবিত্র দাস।
মামনি অফিস ও পুলিশ সূত্রে জানা যায়, রাজু আহমেদ ও শিমুল ওই অফিসে সাব স্টাফ হিসেবে কর্মরত। কিছুদিন আগে শিমুল ওই অফিসে রিমা আক্তার নামের এক যুবতীকে মাষ্টাররোলে চাকুরী পাইয়ে দেয়। চাকুরীর সুবাদে শিমুল ও রিমার মাঝে ঘনিষ্টতা বাড়তে থাকে। সন্ধ্যায় অফিস ছুটি শেষে শিমুল ও রিমা আপত্তিকর কাজে লিপ্ত হয়। বিষয়টি দেখে ফেলে সাব স্টাফ রাজু। এ সময় রাজু সকলকে জানিয়ে দেয়ার হুমকি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে উঠে শিমুল। এক পর্যায়ে সে রাজুর গলায় ছুরিকাঘাত করে ক্ষতবিক্ষত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে মুর্মুষু অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে সাংবাদিকরা সদর হাসপাতালে ছবি তোলতে গেলে ওই অফিসের জনৈক মহিলা অফিসার ছবি তুলতে বাঁধা প্রদান করে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে পৌছে লম্পট শিমুলকে আটক করেন। এ ঘটনায় সর্বত্র তোলপাড় হয় এবং মামনির অন্যান্য কর্মচারীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিকে হাসপাতালের রেজিস্ট্রারে আহতদের পরিচয় জানার পরও মামনির সিনিয়র অফিসাররা পরিপূর্ণ ঠিকানা না উল্লেখ করায় বিষয়টি নিয়ে রহস্য ঘর্ণীভূত হচ্ছে।