চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ চুনারুঘাটে ১৪৪ধারা অমান্য করে এক নিরীহ কৃষকের জমি দখলের অপচেষ্টা করছে এলাকার একটি প্রভাবশালী ভূমিখেকো চক্র।
জানা যায় চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নের পনারগাও গ্রামের মৃত কুরপান উল্লার ছেলে মোঃ আঃ রশিদের ৩শতক জমি একই গ্রামের মৃত ইজাবত উল্লার ছেলে এলাকার ভূমিখেকো সনজব আলী ও মঙ্গেলেশ্বর গ্রামের মৃত চান্দ আলীর ছেলে আব্দুল কদ্দুছসহ একদল ভূমিখেকো আদালতের ১৪৪ধারা অমান্য করে দখলের অপচেষ্টা করছে। সম্প্রতি মোঃ আঃ রশিদ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত হবিগঞ্জে একটি মামলা দায়ের করেন (ধারাঃ ফৌঃ কাঃ বিঃ ১৪৪)।
মামলা দায়েরের পর থেকে মামলার আসামী এলাকার ভূমিখেকো চক্রের হুতা সনজব আলী ও আঃ কদ্দুছ ক্ষিপ্ত হয়ে আঃ রশিদের ৩শতক ভূমি দখলের অপচেষ্টা করছে। ভুমিখেকো চক্রের অব্যাহত প্রাণনাশের হুমকি ধামকিতে নিরীহ কৃষক আঃ রশিদ ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।