রাজীব দেব রায় রাজু,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় আরিফুর রহমান আরিফ কে একক প্রার্থী ঘোষনা করা হয়েছে।
বুধবার বিকেলে শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক তাইফুল আলম বাবু এবং আবু তালেব শাহজাহানের যৌথ পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জালাল উদ্দিন,তাজুল ইসলাম, স্বপন কুমার মাষ্টার, হাজী কবির আহাম্মেদ,সাংগঠনিক সম্পাদক খাদেম ছিদ্দিক আলী, বিল্লাল হোসেন রুমন, প্রচার সম্পাদক দুলাল মিয়া, দপ্তর সম্পাদক আপন মিয়া, কোষাধ্যক্ষ সৌকত আলী মাষ্টার, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ মুর্শেদ কামাল, কৃষি বিষয়ক সম্পাদক আলম খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, আইন বিষয়ক সম্পাদক হেকিন আলী, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ডাঃ দিপক চৌধুরী, সদস্য বিধান দেব রায়, লুৎফুর রহমান স্বাধিন, সঞ্জয় দত্ত, মাশুক মিয়া, মহসিন মিয়া, সনজিত কুমার দেব, পারভেজ মিয়া, গোলাম হোসেন, ডাঃ দেবাশিষ ভট্রাচার্য্য ও প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
সভায় সর্ব সম্মতি ক্রমে বহরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরিফুর রহমান আরিফ কে বহরা ইউনিয়ন পরিষদ নিবাচনে আওয়ামীলীগের দলীয় একক প্রার্থী করার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। পরে সন্ধ্যায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিকের কাছ থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন আরিফুর রহমান আরিফ।